নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে অর্থনৈতিক শুমারির ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে   দুর্গাপুর দ্বীনি  আলিম মাদ্রাসা হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর ।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, দুর্গাপুর দ্বীনি  আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান,উপজেলা পরিসংখ্যান তদন্তকারী অফিসার উৎপল চন্দ্র সরকার সহ জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে  ১৭ জন সুপারভাইজার ও ১০৫ জন তথ্য সংগ্রহকারীগণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। আগামী ৮ ডিসেম্বর  প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণ শেষ হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মূল শুমারির কাজ চলবে।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: