দুর্গাপুরে অর্থনৈতিক শুমারির ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর ।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান,উপজেলা পরিসংখ্যান তদন্তকারী অফিসার উৎপল চন্দ্র সরকার সহ জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।
উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে ১৭ জন সুপারভাইজার ও ১০৫ জন তথ্য সংগ্রহকারীগণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। আগামী ৮ ডিসেম্বর প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণ শেষ হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মূল শুমারির কাজ চলবে।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: