নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় বিভিন্ন দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনসহ ডিএফএও সমমানের সকল টেকনিক্যাল পদ সমূহের "ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করে দ্রুত নিয়োগ প্রধান এবং প্যারাভেট নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ।

ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ আই,এল,এস,টি নেত্রকোনার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় দাবী তুলে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গেছে সমাবেশে অংশগ্রহণকারীদের।

ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স এন্ড টেকনোলজি নেত্রকোণার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে তাদের দাবি দাবা উপস্থাপন করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সোহেল রানা, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, শিহাব-উদ দৌলা ও জাহাঙ্গীর আলম। 

এ সময় বক্তারা, সরকারের নিকট প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত নন-গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ এর ক্রমিক নং- ৫৫ থেকে ৬১ তে বর্ণিত পদসমূহ (ইউ,এল,এ/ ডিএফএ/এফএ-এআই/ভেটেরিনারি কম্পাউন্ডার/পোল্ট্রি টেকনিশিয়ান/ফিল্ড অ্যাসিস্ট্যান্ট-ফডার/মাঠ সহকারী-ফডার) এর জন্য প্রয়োজনীয় নিয়োগ যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণর পরিবর্তে "ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করার দাবি জানান।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: