কলমাকান্দা হানাদার মুক্তদিবস আজ
আজ ৭ই ডিসেম্বর। কলমাকান্দা মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে জীবন বাজি রেখে যুদ্ধ করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিল।
জনতার ত্রিমুখী আক্রমনে পাক - হানাদার বাহিনী টিকতে না পেরে দক্ষিণে নেত্রকোনার দিকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং মুক্ত হয় কলমাকান্দা উপজেলা।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, এ দিবস স্মরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে বণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির অঙ্গ সংগঠন, জামাত, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এ দিবসটির স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া ও বিকাশ চন্দ্র তাং বলেন, প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে এ দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনে পাক হানাদার বাহিনী আমাদের প্রতিরোধ দূর্গের কাছে পিছু হটে, পালিয়ে যায় নেত্রকোনার দিকে, আমরা তখন এ দিনে কলমাকান্দার বুকে বিজয়ের পতাকা উড্ডয়ন করি এবং প্রতিবছর এ দিনটিকে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধ যৌথ কমান্ডের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকি।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: