নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুর মুক্ত দিবসে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিশুরা অংশগ্রহন করে। 

আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ'র সঞ্চালনায়  বক্তব্যেে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, ডা. কামরুল ইসলাম,প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক কামাল হোসাইন, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন,  কবি বিদ্যুৎ সরকার, কবি আল আমিন খান  প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা  প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: