ইউএনও খবিরুল আহসান’র বদলি, স্থলাভিষিক্ত রেজওয়ানা কবির
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান (১৮১০৬)কে বারহাট্টা উপজেলায় বদলি করা হয়েছে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এ আদেশ জারি করেন। বর্তমান ইউএনও’র স্থলাভিষিক্ত হবেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির (১৮০৯৯)। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা হতে স্মারক নং-০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
খবিরুল আহসান সম্প্রতি রাজধলা ইকো পার্ক নির্মাণকাজ বাস্তবায়ন, বাজার মনিটরিং, খেলাধূলা, ও অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করছেন, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছেন।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: