কলমাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিএনপির মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন হলরুমে বিএনপি'র মানাবাধিকার পর্যবেক্ষণ পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার অনুষ্ঠানে বিএনপির মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ কমিটির সদস্য সচিব আয়ুব এর সঞ্চালনায় মানবাধিকার পর্যবেক্ষণ কমিটির সভাপতি মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ন আহবায়ক বাবুল পাঠান, উপজোলা যুগ্ন আহবায়ক আনোয়ারুল হক টুটন, কৃষক দলের সভাপতি শামসুল হক, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের আহবায়ক ও পর্যবেক্ষণ পরিষদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ আয়নল, উপজেলা বিএনপির শহীদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক হাসান সৌরভ, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম সাধারণ সম্পাদক ওবায়দুল হক। এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ইয়াসিন আরাফাত, রতন মিয়া, সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: