ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পূর্বধলায় মানববন্ধন
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসানের বদলি প্রত্যাহার চেয়ে রেললাইন অবরোধ ও মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন অবরোধ করে ৪০ মিনিট আটকে রাখে।
পরে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ গিয়ে অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অবরোধ কারীরা সরে যেতে রাজি হয়নি। পরে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে এক দিনের সময় নিলে আজকের আন্দোলন স্থগিত করে তারা।
এর আগে ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান কে বারহাট্রা উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়।
গত বছরের ৩০ অক্টোবর ২০২৩ পূর্বধলায় ইউএনওর দায়িত্ব পান মো: খবিরুল আহসান। তার বদলির খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলাজুড়ে বদলির প্রত্যাহারের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: