নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


বারহাট্টায় দূর্নীতিবিরোধী দিবস উদযাপিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে নেত্রকোণার বারহাট্টায় দূর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। 

সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মনোয়ার সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা থানার এস.আই মোজাম্মেল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুল, বেসরকারী সংস্থা নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক প্রমুখ। 

এছাড়াও দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: