কেন্দুয়ায দুম্বার মাংস পেল এতিম শিশুরা
নেত্রকোণার কেন্দুয়ায় দুস্থদের জন্য বরাদ্দ করা সৌদি আরবের উপহার দুম্বার মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার প্রতিটি ইউনিয়নে আবাসিক কওমি মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ। এরাআগে এসব মাংসে ভাগ বসাতেন উপজেলার বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, দুস্থদের জন্য বরাদ্দ করা সৌদি আরবের উপহার দুম্বার মাংস এবার ২০ কেজি ওজনের ৩৫ প্যাকেট মাংস পেয়েছিলাম। অন্যবার তো বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হতো। এবারের বরাদ্দকৃত মাংস আবাসিক এতিম খানায় বিতরণ করা হয়েছে।
বিষয়: জেড/এস/নেত্রভয়েস
আপনার মূল্যবান মতামত দিন: