নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার কেন্দুয়ায় পতাকা উত্তোলন, বনার্ঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে  কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জাসাসের আহবায়ক হাবুল মিয়া,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডালিম,পৌর কৃষকদলের শাখার সভাপতি আবু সিদ্দিক (সিদ্দু), সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রায়হান, সেচ্ছাসেবক দলনেতা সদস্য সচিব ইউসুফ খান পাঠান, উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিন, ছাত্রদল নেতা সাইফুল আলম ভূঁইয়া, তরুন দলের আহবায়ক রাফি প্রমূখ।

প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদেন। 

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: