নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

দলকে গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে দাখিনাইল খেলার মাঠ চত্বরে এ কর্মী সভা হয়। 

সভায় বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমীন নুরু এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রাশিদ মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন৷

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, নোমান আহমেদ,  হান্নান শাহ, আশিকুর ইসলাম কমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান,  বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফকির, সাবেক সভাপতি তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার, সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শীতেশ সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আল আমিন, 

বিরিশিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর জামাল,কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মজিবুর,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷ 

সভায় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের কথা বলেন ও   বিএনপির কেন্দ্রীয়  আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।  

এছাড়াও নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: