নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দায়  কম্বল পেল ২৭১৫ শিশুপরিবার 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কম্বল পেল দুই হাজার ৭১৫ জন পরিবার । শিশু ও  দুঃস্থ  হাজার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার  দুপরে ওয়ার্ল্ড ভিশন' নাজিরপুর এপি'র আয়োজনে সেতু বন্ধন কিন্ডার গার্ডেনের প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ওয়ার্ল্ড ভিশনের  উপজেলার ৩টি ইউনিয়নের শিশুর পরিবারদের মধ্যে এই কম্বল পেয়েছে। কম্বল পেয়ে আনন্দিত শিশুর পরিবার।

কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

ওয়ার্ল্ড ভিশন' নাজিরপুর এপি'র ম্যানেজার পরিতোষ রেমার  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া,খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান ও ফিল্ড প্রোগ্রাম টেকনিকেল স্পেশালিষ্ট মো কফিল উদ্দিন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: