নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


পূর্বধলায় যুব ফোরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা কল্পে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম  ব্যবহারে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স'র ইস্টি কুটুম রেস্টুরেন্টে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান’র সঞ্চালনায় ও আহবায়ক মো. সানাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা নাগরিক ফোরামের সদস্য ইসমাইল হোসেন খোকন, যুগ্ম আহবায়ক আইয়ুব হাসান, সান্তা ইসলাম ও আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি সকল ধরনের গুজবে কান না দিয়ে নিজ নৈতিকতায় ভাল মন্দ বিবেচনা করে সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক সহ বিভিন্ন কমর্কান্ডের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: