নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


পথ পাঠাগারের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পথ পাঠাগারের আয়োজনে পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে এ মোমবাতি প্রজ্বলন হয়৷ 

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবি নাজমুল হুদা সারোয়ারের উদ্যোগে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি বিদ্যুৎ সরকার, কবি লোকান্ত শাওন, কবি জীবন চক্রবর্তী, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক আল নোমান শান্ত, শহীদ পরিবারের নাতী বাপ্পী পত্রনবীশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র, যুগ্ম আহ্বায়ক হীরা আব্বাসী, মিলটন দেবনাথ প্রমুখ।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: