নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


নেত্রকোনার মদন উপজেলায় ট্রাকচাপায় প্রাণ গেল এক যুবকের

নেত্রকোনার মদনে ট্রাকের চাপায় রকি মিয়া (১৮) নামের একজন যুবক মারা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড়ের পাশে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) মদন থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।

এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যক্তি থানায় আটক রয়েছে। আটক ব্যক্তি ওই ট্রাকচালকের সহকারী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিল রকি মিয়া। পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করার পাশাপাশি আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া দুই ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসআই গোপাল চন্দ্র ঘোষ জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। ট্রাকসহ থানায় একজন আটক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: