নেত্রকোনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার পূর্বধলায় ১৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো: মঞ্জু তালুকদার (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার শ্যামগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জু তালুকদার পূর্বধলা উপজেলার জুলশুকা গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সন্ধ্যায় পূর্বধলার শ্যামগঞ্জে অভিযান চালায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১৪ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ মঞ্জু তালুকদারকে আটক করা হয়।
মেজর নাজমুজ সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: