খালিয়াজুরীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে খালিয়াজুরীতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ খালিয়াজুরী উপজেলা শাখার উদ্যোগে, সর্বস্তরের তৌহদী জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা হেফাজতে ইসলামী’র সভাপতি মুফতি এরশাদুল্লাহ কাসেমী, নিবার্হী সভাপতি মুফতী ইজাজুল হক, সাধারন সম্পাদক মাওলানা নূরুল হক নোমানী, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লিয়ান ও সকল তাওহীদি জনতা।
শেষে বক্তারা অন্তবর্তী সরকারের কছে সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: