নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর পরই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা, নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সঙ্গে ছিলেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ উপজেলার বিভাগীয় দপ্তরে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সকালে বিজয় মেলা উদ্বোধন করার মধ্য দিয়ে উপজেলার দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: