কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংর্বধনা
নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে রজনীগন্ধা ও ফুল ছিটিয়ে সম্মাননা তুলে দেন উপজেলা প্রশাসন।
সম্মাননা প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতেের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের,উপজেলা জামায়াতে ইসলামি এর আমীর মাওলানা আবুল হাসেম,উপজেলা জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া ও মো. ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: