বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
কর্মসূচির মধ্য ছিল চিত্রাংকন, আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও সংবর্ধনা এবং বিজয় মেলা।
শনিবার ভোরে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বারহাট্টা থানা পুলিশ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে পতাকা উত্তোলন মাধ্যমে দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: