নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


কেন্দুয়ায় ই.ডি.এফের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রওশন ইজদানী একাডেমীতে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রওশন ইজদানী একাডেমীতে বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতামুলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করার লক্ষে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( ই.ডি.এফ) এই উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনের সভাপতি মানোয়ার হোসেন শেখ জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করার লক্ষে এলাকার কিন্ডারগার্টেন গুলোর সম্বনয়ে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এ সংগঠনটি আমরা গঠন করেছি। এ বছর ফিরোজা বাশার কিন্ডারগার্টেন,চাইল্ড কেয়ার একাডেমি,রোজ বাড কিন্ডারগার্টেন,

মমতা আইডিয়াল একাডেমি, ইউনাইটেড কিন্ডারগার্টেন,মা আদর্শ কিন্ডারগার্টেনের প্লে থেকে পঞ্চম'র শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে। কেন্দ্র সচিব আশরাফুল হক টিটু জানান, প্লে প্রুপে ৪৯ , নাসারী ৪৫, প্রথম শ্রেণি ৪২ , দ্বিতীয় শ্রেণি ৩৫ , তৃতীয় শ্রেণি ২০ , চতুর্থ শ্রেণি ২০ ও পঞ্চম শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এপ্রসঙ্গ কথা হলে হল সুপার ও রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান,এই আয়োজন এক মহৎ উদ্যোগ। বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা একসাথে পরীক্ষায় নেওয়ায় তাদের যেমন প্রতিযোগী মনোভাব সৃষ্টি হবে তেমনি মানুষিক সাহসও তৈরী হবে। বড় হয়ে যেকোনো পরীক্ষায় অংশ নিলে তাদের মাঝে কোন মানুষিক চাপ পড়বে না। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: