নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকুরে মিললো আলী ওসমানের মরদেহ

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আলী ওসমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আলী ওসমান একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। গত১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই আলী ওসমান ৷ এরপর সেখান থেকে সে এশার নামাজের অযু করার জন্য বের হয়ে আর বাসায় ফিরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: