নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক করেছে সেনাবাহিনী

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার মোহনগঞ্জের পৌর শহরের শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মো. নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। 

এসময় তার কাছ থেকে একটি হেরোইন মাপার যন্ত্র, ৫০০ টাকার একটি জাল নোট ও দুইটি মোবাইলফোন উদ্ধার করা হয়। 

সোমবার ( ১৬ ডিসেম্বর ) দিবাগত রাত ১০টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর (শেখবাড়ি) নিজ বাসা থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়। 

নেত্রকোনা আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক নূরে আলম রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর (শেখবাড়ি) এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দশটার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরে নূরে আলম রিয়াদের বাসাতে অভিযান চালায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা। বাসা তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, ৫০০ টাকার একটি জাল নোট পাওয়ার পর তাকে আটক করা হয়।

মেজর নাজমুজ সাকিব জানান, আটক নূরে আলম রিয়াদকে হেরোইন ও জব্দকৃত সরঞ্জামসহ রাতেই মোহনগঞ্জ থানায় হস্তান্তর কার হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আমিনুল ইসলাম বলেন , মাদক আইনে মামলার করার বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হবে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: