পূর্বধলায় প্রথমবারের মতো গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো গনিত শিক্ষক ফোরামের উদ্যোগে গনিত অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহম্মদ খান রতন, পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীল চর্চা শিক্ষক সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শফিকুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, জীবনের সব ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বাড়াতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।
উলেখ্য পূর্বধলা উপজেলায় প্রথমবারের গনিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগীতায় উপজেলার ৩১টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: