নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


পূর্বধলায় মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার পূর্বধলায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার নামে থাকা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুর রাসিদ লিখত বক্তব্যে বলেন,
১৯৮০ সালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলী নাম অনুসারে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর মতোই চলছিল মাদ্রাসার কার্যক্রম।

পরবর্তীতে হঠাৎ করে ১৯৯৬ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আংশিক কার্যক্রম পরিচালিত হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য রেলওয়ে স্টেশন বাজারের পূর্ব দিকে নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে দীর্ঘদিন ধরে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার দখল করে রেখেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহজাহান। এছাড়াও মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার জায়গায় পাঁচটি দোকান ঘরের ভাড়া ও জামানত সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাধের অভিযোগ করা হয় শাহজাহানের বিরুদ্ধে। খুব দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদীয়া মাদ্রাসার জায়গা ছেড়ে প্রকৃত জায়গায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের দাবি করা হয় সংবাদ স্মমেলনের মাধ্যমে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সহ সভাপতি জিলু ফকির, আব্দুল কুদ্দুস, সদস্য আল- আমিন, আবদুল মান্নান, আহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: