নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


বারহাট্টায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মলেন প্রার্থী হলেন যারা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার বারহাট্টায় বিএনপির 'দ্বি বার্ষিক সম্মেলন' চলতি বছরের ডিসেম্বর এ সমাপ্তি ঘটবে। 

এ সম্মেলনে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক বারহাট্টা উপজেলা ছাত্র দলের সভাপতি ও বর্তমান বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার। 

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল, বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।

৮ বছর পর সম্মেলন হবে এ নিয়ে আনন্দ বিরাজ করছে কর্মীদের মধ্যে। নিজেরা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবে বলে খুশি ভোটাররা। মোট ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বারহাট্টা উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই ভোট দিতে পারবেন। ৭ ইউনিয়ন মিলে মোট ৪৯৭ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । 

অত্যন্ত আনন্দঘন আয়োজনের মাধ্যমে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তাদের সেই আশা, নিরাশায় পরিণত হয়। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও বর্তমান সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির সম্মেলন মঞ্চে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। 

পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলেও একই দিনে প্রতিহিংসামুলক ভাবে একই স্থানে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়। তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করে। স্থগিত সম্মেলন চলতি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আসার পরই নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করে। 

প্রার্থীরা রাতের ঘুম হারাম করে বিজয় অর্জনের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলছে। তারা প্রত্যেকেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। কর্মীদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে নানা অবিরাম প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: