মোহনগঞ্জে দিশারী যুব সংঘের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের দিশারী যুব সংঘের উদ্যোগে দিশারী বৃত্তি পরীক্ষা --২০২৪-এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকাল দুইটায় সম্পন্ন হয়েছে।
আজ ২২ (রবিবার) ডিসেম্বর সামাইকোনাস্থ দিশারী যুব সংঘের কার্যালয়ে দিশারী যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সংঘের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রায়হান সিদ্দিকী (ফারুক) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ তোফাজ্জল হোসেন বকুল, বেনজিন কিন্টার গার্টেন এর সভাপতি তাহের উদ্দিন, জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ কুতুব উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, প্রভাষক বিপ্লব কুমার রায়, প্রাথমিকের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, হোসনেআরা বেগম হাসি , মজিবুর রহমান খান, ফারুক তালুকদার, দিলরুবা আক্তার, রঞ্জন কান্তি সরকার প্রমুখ।
জানা যায়, উক্ত ইউনিয়নের ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৯ জন কে বৃত্তি প্রদান করা । তার মধ্যে ৩ জন ট্যালেন্টফুল, ৬ জন সাধারণ বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষা বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম খোকন।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: