নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


মদনে সশস্ত্র বাহিনীর কল্যাণ সংগঠনের মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংগঠনের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন(অব) মোঃ বদিউজ্জামান খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার সশস্ত্র বাহিনীর সচিব মেজর (অব) মো: মোস্তাফিজুর রহমান ।

  সভাটি পরিচালনা করেন, সার্জেন্ট (অব) আবুল খায়েদ আজম। মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন সশ্স্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় প্রধান অতিথির নিকট সশস্ত্র বাহিনীর (অব) সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি উত্তাপন করা হয়।

 সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন (অব) বদিউজ্জামান খান বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে ২০১৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ৬০ জন। এ সংঠনটি মানবতার কল্যাণে কাজ করবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: