দুর্গাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর বাজারে এ কর্মীসভা ও কাউন্সিল হয়। এ কর্মী সভায় কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে নিজাম উদ্দিন সভাপতি এবং সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।এটি ছিল দলের নতুন নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে নেতৃত্বে আসা প্রার্থীরা দলের প্রতি তাদের অনুগত্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বে আগামী দিনে দলের কার্যক্রম আরও সুসংহত এবং শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করেন দলের নেতৃবৃন্দ। সর্বদা মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাচিত নেতৃবৃন্দ ।
কর্মী সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম হাসান এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাদশা,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সদস্য শাহান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, আকতার হোসাইন, রেজওয়ান সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাল চাঁন মোল্লা,এমদাদুল হক, মজিবুর রহমান। এসময় দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের কথা বলেন ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দলের অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা রক্ষা ও দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাই কে সজাগ থাকতে হবে।
আগামীর সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: