নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে শেষ হলো ৭দিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহনায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী কমরেড মণি সিংহ মেলা শেষ হয়েছে।

পৌর শহরের বাগিচাপাড়ার এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। 

মেলার শেষ দিনে ছিলো উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় তিল ধারণের জায়গা ছিলো না কোনো স্থানে। এবারে মেলায় আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাঁশের আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় পাঁচ শতাধিক স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিলো ক্রেতা-বিক্রেতায় পরিপূর্ণ। এছাড়াও প্রতিদিন বিভিন্ন সামাজিক সংগঠনের সংস্কৃতিক অনুষ্ঠানের গান, নাচ-নৃত্য, নাটকও মুগ্ধ করছে দর্শনার্থীদের ।

সোমবার রাতে সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে ও সিপিবি‘র সহ সাধারণ সম্পাদক  মোরশেদ আলম এর সঞ্চালনায়  প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মেলা কমিটির আহবায়ক ও সিপিবি‘র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, মেলা কমিটির যুগ্ন-আহবায়ক, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ম -আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা এভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।  

আলোচনা শেষে, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলার কার্য্যক্রম সম্পন্ন হয়েছে।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: