সেরা মেধাবীদের খোঁজে ‘গনিত অলিম্পিয়াড-২০২৪' -এর চুড়ান্ত ফলাফল প্রকাশ
"সেরা মেধাবীদের খোঁজে" নেত্রকোনার পূর্বধলা উপজেলা গনিত শিক্ষক ফোরামের উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত গনিত অলিম্পিয়াড-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩:৩০ ঘটিকায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গনিত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন এর সভাপতিত্বে ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
গত ২১ ডিসেম্বর "সেরা মেধাবীদের খোঁজে" পূর্বধলা উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত গনিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগীতায় উপজেলার ৩১টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চুড়ান্ত বাছাই পর্বে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিবিভাগ থেকে সেরা ২৫জন করে ৫টি বিভাগ থেকে টোটাল ১২৫জনকে বাছাই করা হয়।
প্রকাশিত তালিকায় দেখা যায় ৬ষ্ঠ শ্রেণিতে ১ম হয়েছে মো: সাদনান হোসাইন (বাইঞ্জা উচ্চ বিদ্যালয়), ২য় মো: মুস্তাসীম ইসলাম খান ধ্রুব (হিরনপুর উচ্চ বিদ্যালয়), ৩য় সালমান ফার্সী (রাগীব মজিব উচ্চ বিদ্যালয়) ৪র্থ জুনাইবা ইসলাম (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম হয়েছে তাহমিদ হাসান তাসিন (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়)।
সপ্তম শ্রেণি থেকে ১ম হয়েছে মোঃ সামিউল ইসলাম (কাপাশিয়া উচ্চ বিদ্যালয়), ২য় সাদিয়া আক্তার মুমু (পূর্বধলা জে.এম সর: পাইলট উ: বি:), ৩য় সিদরাতুল সাউদা (পূর্বধলা জে.এম সর: পাইলট উ: বি:), ৪র্থ সামিয়া নওশীন (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৫ম হয়েছে রাফিয়া খানম (বাইঞ্জা উচ্চ বিদ্যালয়)।
অষ্টম শ্রেণিতে ১ম হয়েছে সাদিয়া খানম সাবা (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ২য় ইবনুল হাসান আলবী (হোগলা উচ্চ বিদ্যালয়), ৩য় নিহাদ মুহসিন (হোগলা উচ্চ বিদ্যালয়), ৪র্থ তাসিন আলম (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম হয়েছে ফুয়াদ আহম্মেদ অপূর্ব (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়)।
নবম শ্রেণি ১ম হয়েছে লুলুত জাহান হিমু (ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়), ২য় পুজা রানী পাল (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৩য় আব্দুল্লাহ শাওন (ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়), ৪র্থ তানজীব উল তাহমিদ পূর্ন (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়), ৫ম আদিতী দেবনাথ (হিরনপুর উচ্চ বিদ্যালয়)।
দশম শ্রেণিতে ১ম হয়েছে ইসরাত জাহান সাওদা (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ২য় সান্নিধ্য কর স্পর্শ (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৩য় আলীউল বারী জয় (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ), ৪র্থ মুনালিসা মুনা (বাইঞ্জা উচ্চে বিদ্যালয়), ৫ম হয়েছে ইরফান মুয়িদ নাফি (পূর্বধলা জে.এম সর: পাইলট উঃ বিঃ)।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গনিত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদির, গনিত শিক্ষক ফোরামের শিক্ষা সম্পাদক নেজাতুল ইসলাম।
উপজেলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন বলেন, প্রথমবারের মত আয়োজিত এই পরীক্ষা আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছি এবং প্রতিযোগীদের মেধার সঠিক মূল্যায়ন হয়েছে। তিনি আরও বলেন, অতিদ্রুত সশরীরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
ফলাফল অনুষ্ঠানে এসময় গনিত ফোরামের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেড/এস/নেত্রভয়েস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: