বারহাট্টা পাবলিক স্কুলের বই বিতরণ
নেত্রকোণার বারহাট্টায় বই বিতরণ করা হয়েছে। বুধবার বারহাট্টা পাবলিক স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
উপজেলার আসমা ইউনিয়নে কংস নদী ঘেষা গুমুরিয়া গ্রামে অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি ২০২২ সালে স্থাপিত হয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ দান দিয়ে আসছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করায় শিক্ষার্থীরা খুবই উৎসাহিত ও আনন্দিত হয়েছে।
এ বই বিতরণে বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, সদস্য শাহজাহান, সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, আনিছুল আলম শামীম, লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, মোখলেছুর রহমান হীরা, আফজল হোসেন, জামায়াতে ইসলামীর বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিরসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বারহাট্টা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন জানান, আমরা বিদ্যালয়টি ২০২২ সালে স্থাপিত করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ দান করিয়ে আসছি।
বিদ্যালয়টির উত্তরোত্তর সফলতার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: