নেত্রকোণায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
নেত্রকোণায় শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীর নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্ব প্রকল্পের উদ্যোগে সচেতনতামূলক এই প্রশিক্ষণের আয়োজন করে পরিবেশ অধিপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের পরিবীক্ষণ ও মূল্যায়ণ সেক্টর-৮ এর পরিচালক মুহাম্মদ কামাল হোসেন তালুকদার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার ওসমান গণী, পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন, প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহী, ট্রেনিং কন্সালটেন্ট গাজী মহিবুর রহমান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: