নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


নেত্রকোণায় অর্ধশতাধিক অসহায় শিশুদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা উপকরণ বিতরণ

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেবা পক্ষ উপলক্ষে নেত্রকোণায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোণা পৌর শহরে অবস্থিত জেলা জামায়াতের মিলনায়তনে অন্তত অর্ধশতাধিক অসহায় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোণা জেলা শাখা। 

ফেডারেশনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোণা জেলা শাখার বিশেষ উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের নেত্রকোণা পৌর শাখার প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। 

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেত্রকোণা জেলা শাখার বিশেষ উপদেষ্টা আরিফুর রহমান, জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, পূর্বধলা সভাপতি ডাক্তার মোঃ উমর ফারুক, সদর উপজেলা সভাপতি মইনুল ইসলাম, পৌর সভাপতি গাজি মশিউর রহমানসহ অনেকেই।

এসময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্তত অর্ধশতাধিক অসহায় পিছনে পড়া জনগোষ্ঠীর শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলম, কলম ও বর্ষপঞ্জি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

ফেডারেশনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, গত ২৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত এই ১৫ দিনকে সেবা পক্ষ ঘোষণা করা হয়েছে। সারা দেশের ন্যায় নেত্রকোণা শ্রমিক ও মেহনতী পরিবারের পাশে দাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: