কেন্দুয়ায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইন
নেত্রকোণার কেন্দুয়া বাজারে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে ক্যাম্পেইন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দুয়া উপজেলা সদরের বাজারে বিভিন্ন মহালে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও জনসাধারণকে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বর্জনের আহবান জানান তিনি।
এর আগে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় পলিথিন ব্যবহার করলে কী ক্ষতি হয় এবং বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি তা তুলে ধরে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। ভাল থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: