নেত্রকোনা রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে নিহত এসআই শফিকুলের জানাজা সম্পন্ন, ঘাতকদের বিচার দাবি

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে নিহত এসআই শফিকুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে৷ শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের পিতা রফিকুল ইসলাম। শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে নোয়াগাঁও গ্রামে তাঁর মরদেহ নিয়ে আসলে আত্মীয়-স্বজনরা এসে ভিড় করেন বাড়িতে। স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। এমন মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার সহ এলাকাবাসীরা ।   ঘটনার জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। 

শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আযাদ বিকেলে নিহতের বাড়ি চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে যান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানাজায় অংশ নেন । এ সময় তিনি জানান অতি শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য- বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পান মহালের গলিতে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেড/এস/নেত্রভয়েস



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: