মদনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উদ্বোধন

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যে আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোনার মদন উপজেলার প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারি ও একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, উপজেলা জামায়াতি ইসলামী সাবেক নায়েবে আমির ইদ্রিস মাস্টার,সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার ষোল টি টিম নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: