নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তিমূলক সভা অনুষ্ঠিত

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তিমূলক ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের ডিএসকে হাসপাতাল হলরুমে এ সভা হয় ৷

স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে এ সভাটি হয়। সভায় উপজেলার যুব ফোরামের সদস্য সহ হুইসেল ব্লোয়াররা উপস্থিত ছিলেন। 

 সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাজেশ গৌড়। সভা সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা ঝলক সরকার। যুব ফোরামের যুগ্ম-আহ্বায়ক মৃদুলা ইরিন মিরা আস্থা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। 

দুর্গাপুরে শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চা এই তিনটি বিষয় বাস্তবায়নে উপজেলা যুব ফোরাম সদস্যরা কাজ করছে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা যুব ফোরাম।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ