মোহনগঞ্জে জামায়াতের বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন কর্মী সম্মেলন

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার কচুয়াচর মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করে দলটির বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী জায়েদ হাসানের সঞ্চলনায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের সভাপতি হাফেজ সোহরাব আলী খানের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোনা জেলা সেক্রেটারী অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূইয়া, সমাজ সেবক ডা: ফজলুল হক, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর টি এম হামিদ উল্লাহ তালুকদার, কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, মাও:এমদাদুল হক, রফিক আহমেদ রাসেল প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: