নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


সীমান্তে বিজিবি'র গনসংযোগ ও সচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দা ও দূর্গাপুরে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে ব্যাপকভাবে জনসচেতনতামূলক প্রচারনা শুরু করেছে বিজিবি ৩১ ব্যাটালিয়ন। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি'র শক্ত অবস্থানের কারনে অন্যান্য সীমান্তের ন্যায় নেত্রকোণা সীমান্তেও বিএসএফ এর অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যায়। তারা তাদের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া বিভিন্ন স্থানে সংস্কার ও সংহত করে বাংলাদেশীদের সীমান্ত পারাপার রোধে আরো তৎপর হয়েছে। 

তিনি আরও বলেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত সংলগ্ন এলাকা গুলোতে স্থানীয় নাগরিকদের সীমান্তের কাছা কাছি যাওয়া হতে বিরত রাখতে প্রচারনার অংশ হিসেবে এ সকল জনসচেতনতামূলক সভা আয়োজন করে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ