নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী "বাউল উৎসব"

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে "বাউল উৎসব" বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

বাউল রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার দুপুরে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। 

বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বক্কর সিদ্দিক, পিএসসি অবঃ সভাপতিত্বে কবি সৈয়দ সময়ের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরী,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও বাউল রশিদ উদ্দিন একাডেমীর সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,সাংবাদিক ভজন দাস,আনিসুর রহমান,বাউল সম্রাট রশিদ উদ্দিনের পরিবারের সদস্য আব্দুস সালাম প্রমুখ। 

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বাউল সম্রাট রশিদ উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী বাউল সম্রাট রশিদ উদ্দিন এর ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাউল উৎসব অনুষ্ঠিত হবে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: