দুর্গাপুরে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের গায়ে এসিড নিক্ষেপ

নেত্রকোনা দুর্গাপুরে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)। সে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়।
পারিবার ও তানার মামলা সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার দক্ষিণ নাওদ্বারা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী আঃ হান্নান ও মিজান মিয়ার। এ ঘটনায় গত (১১ জানুয়ারি) শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন খলিলুর রহমান।
ওই অভিযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এরই মধ্যে (১৫ জানুয়ারি) বুধবার রাতে খলিলুর প্রকৃতির ডাকে বাহিরে গেলে তার শরীরে এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন।
এ সময় এসিডে তার শরীরের পেছনের অংশ পুড়ে ঝলসে যায়। পরে তার চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: