নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জ খুরশিমূল উচ্চ বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান

মোহনগঞ্জ খুরশিমূল উচ্চ বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জ খুরশিমূল উচ্চ বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান। ছবিঃ নেত্র ভয়েস

মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল উচ্চ বিদ্যালয় ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার)  নব শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব পাপিয়া আক্তার খাতুনের সভাপতিত্ব এবং শিক্ষক জায়েদ হাসানের সঞ্চলনায় ৬ষ্ঠ শ্রেণির শ্রেণি কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বাবু কমল কিশোর কপালী, হাবিবুর রহমান আকন্দ, দুলাল চন্দ্র রায়।

অন্যান্য শিকক্ষকের মধ্যে আনোয়ার হোসেন, ফজরা খাতুন, বিকাশ আচার্য্য, রেজেউল করিম, তাজুল ইসলাম সাদী,সুকান্ত চক্রবর্তী, তাহমিনা আহমেদ, আবুল আব্বাছ খোকন, অসীম সরকার, নাজিম উদ্দিন প্রমুখ  বক্তৃতা করেন।

বক্তারা আধুনিক বাংলাদেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের অধ্যায়ণের পাশাপাশি চরিত্র গঠনের গুরুত্বের কথা উল্লেখ করেন।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ