নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


নেশায় আসক্ত পুকুরে পড়ে যুবকের মৃত্যু

নেশায় আসক্ত পুকুরে পড়ে যুবকের মৃত্যু। ছবিঃ প্রতীকি
নেশায় আসক্ত পুকুরে পড়ে যুবকের মৃত্যু। ছবিঃ প্রতীকি

আজ ২৯ জানুয়ারী (বুধবার)  মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের মৃত আ:মালেকের ছেলে শুকুর আলী (৩৫) খুরশিমূল জামে মসজিদের পাশে পুকুর পড়ে মারা যান।

মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়তে আসলে পুকুরে শুকুর আলীর মৃত দেহ দেখতে পান।পরে স্থানীয় জন প্রতিনিধিরা ও এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় লোক জন "নেত্র ভয়েজ২৪" কে জানান এ যুবক দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন।ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে যুবকের পরিবার ও এলাকাবাসীকে জানায় স্থানীয়  পুলিশ।




আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ