নেশায় আসক্ত পুকুরে পড়ে যুবকের মৃত্যু

আজ ২৯ জানুয়ারী (বুধবার) মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের মৃত আ:মালেকের ছেলে শুকুর আলী (৩৫) খুরশিমূল জামে মসজিদের পাশে পুকুর পড়ে মারা যান।
মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়তে আসলে পুকুরে শুকুর আলীর মৃত দেহ দেখতে পান।পরে স্থানীয় জন প্রতিনিধিরা ও এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় লোক জন "নেত্র ভয়েজ২৪" কে জানান এ যুবক দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন।ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে যুবকের পরিবার ও এলাকাবাসীকে জানায় স্থানীয় পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: