মোহনগঞ্জ তেঁতুলিয়ায় শীত বস্ত্র বিতরণ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নে তেতুলিয়া বাজার (ভূমি অফিস মাঠে) এলাকায় এলাকাবাসীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল চারটায় এলাকার গরীব অসহায় মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়। মরহুম মোঃ আব্দুর রশিদ চৌধুরীর তিন ছেলের সৌজন্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। মোঃ মাসুদ পারভেজ (জুয়েল চৌধুরী) মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, ডাঃ মামুনুর রশিদ চৌধুরীর অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন মোঃ মাসুদ পারভেজ (জুয়েল চৌধুরী), মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, ডাঃ মামুনুর রশিদ চৌধুরী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম শেখ, প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুবেল চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল জিয়া।
আপনার মূল্যবান মতামত দিন: