মোহনগঞ্জে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের "বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পৌর শাখার আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী। মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিফট ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, রাখাল চন্দ্র কর সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মির্জা বায়েজীদ আহমেদ। সংগীত পরিচালনায় রুকনুজ্জামান, তবলছিতে মোঃ সাইফুল ইসলাম সবুজ, নৃত্য পরিচালনায় শাহীন কবীর। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থীদের মধ্যে সাবিহা ইসলাম, তাসলিমা আক্তার, আল রাফি।
বিকাল সাড়ে তিনটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী, লিফট ইনচার্জ রাখাল চন্দ্র কর, সিনিয়র শিক্ষক মির্জা বায়েজীদ আহমেদ, সাংবাদিকদের মধ্যে মোঃ কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: