নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত

কলমাকান্দায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস
কলমাকান্দায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস

সারাদেশের ন্যায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পর্যায়েও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা (ক্রিড়া, সংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৫ শুরু হয়েছে। 

রবিবার (৯ ডিসেম্বর) থেকে পোগলা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বাদে পোগলা ও শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হোসেন।

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মিজাজ উদ্দিন খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ ইদ্রিস শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিদ্যা মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম,মোহাম্মদ এমদাদুল হক,মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ আব্দুল হান্নান মিলন, মোহাম্মদ আব্দুল হালিম ও পোগলা ইউনিয়নের সকল বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ