নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ -২০২৫ সোমবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক কামরুন নাহারের সভাপত্বিতে সহকারি প্রধান শিক্ষক চন্দনা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দুদক সভাপতি ওমর ফারুক, কলমাকান্দা জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক কবীর,বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাফায়েত আহমেদ অভিভাবক সদস্য লুৎফুর রহমান, কাজল তালুকদার প্রমুখ।

দিন ব্যাপি যেমন খুশি তেমন সাজো হাড়িভাঙ্গা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইভ্যান্টে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।পুরুস্কার বিতরণী সভায় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ