নেত্রকোনা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত।।ছবিঃ নেত্র ভয়েস

মোহনগঞ্জ, নেত্রকোণা │ ১৩ ফেব্রুয়ারি ২০২৫: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইসিএবি উপজেলা কার্যালয় সংলগ্ন হাজ্বী দুদু মিয়া চাউল কল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি তোফায়েল আহমাদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখার সদ্য সাবেক সভাপতি হাফিজ মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি সায়াদ আল ফাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সাইফুল রহমান নির্জন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মোখলেছুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজ মৌলভী মোফাজ্জল হোসাইন, বাংলাদেশ মোজাহিদ কমিটি, মোহনগঞ্জ উপজেলা শাখার সিনিয়র নায়েবে ছদর মুফতী সফি উল্লাহ, পৌর আন্দোলনের সভাপতি মুফতী নুরে আলম জিহাদী, সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি এইচ কে এম হাবিবুর রহমান খান, সহসভাপতি মৌলভী সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ, মোহনগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হক ও পৌর সভাপতি নিয়ামুল হক উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহনগঞ্জ উপজেলা শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুয়াদুল ইসলাম, সহসভাপতি হয়েছেন শাফায়াত আল মাহদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহদী হাসান পাবেল।

সম্মেলনে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

সর্বশেষ