নেত্রকোণায় বিজিবির অভিযান: সীমান্ত এলাকায় ২৪ বোতল ভারতীয় মদ ও সিএনজি জব্দ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টায় মহেষকলা বিওপির একটি বিশেষ টহল দল ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
জব্দকৃত মাদক ও সিএনজি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং এর আগে বহুবার সফলভাবে অবৈধ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনগণ।
আপনার মূল্যবান মতামত দিন: